নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বসিরহাট :: সোমবার ৯,সেপ্টেম্বর :: উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার বসিরহাট ইছামতি ব্রিজের সামনে মৃত চিকিৎসকের গলায় মালা দিয়ে রাত জাগো কর্মসূচি শুরু করলেন।
পাশাপাশি বসিরহাট টাউন হল ইটিন্ডা রোড এর উপরে তারা রং তুলি দিয়ে বিভিন্ন ছবি আঁকা ও গান নিয়ে তারা সারারাত জেগে প্রতিবাদ বিক্ষোভ দেখান, তাদের একটাই দাবি জাস্টিস ফর আর জি কর। পাশাপাশি সিবিআই এর উপর আস্থা আছে এবং আরো জানান এখন পর্যন্ত প্রকৃত যারা দোষী তারা যতক্ষণ শাস্তি না পাবে ততক্ষণ পর্যন্ত আমরা এই আন্দোলন চালিয়ে যাব।
এখন দেখার কোর্টের রায় কি বার হয় সেদিকেও তাকিয়ে থাকবে গোটা দেশ ও আমরা, অন্যদিকে হাড়োয়া বাজার আন্ধির মাঠ হয়ে বিডিও অফিস ঘুরে আবার আন্ধির মাঠে এসে মিছিল শেষ হয় ।
হাতে প্লাকার্ড এবং মোমবাতি নিয়ে বিচার – প্রতিবাদে সামিল মহিলারা এমনকি খুদেরাও প্রতিবাদের সামিল হয়েছে, তার পাশাপাশি জাস্টিস না পেলে লাগাতার আন্দোলন চালিয়ে যাওয়ার হুশিয়ারি দেওয়ার পাশাপাশি রাত এবং ভোর দখলেরও হুমকি দেওয়া হয়, আন্দোলনকারী মহিলাদের পক্ষ থেকে।