নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কালনা :: সোমবার ৯,সেপ্টেম্বর :: “আর জি করের ঘটনা নিয়ে লজ্জিত হয়েছি, ভয়ও পেয়েছি, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক। বাংলা নারীদের জন্য কতটা নিরাপদ সেই নিয়ে প্রশ্নচিহ্ন থাকছেই” ।
ভারতের প্রথম মহিলা হিসেবে নর্থ চ্যানেল জয়ের পর পূর্ব বর্ধমান জেলার কালনায় বাড়ি ফিরে এমনই প্রতিক্রিয়া দিলেন কালনার বারুইপাড়ার মেয়ে তথা সাঁতারু সায়নী দাস। তিনি আরও বলেন, গতকাল বিমানবন্দরে নেমে প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ জানিয়েছি এই ঘটনার। সপ্তসিন্ধু জয়ের লক্ষ্যে ইতিমধ্যেই ৫টি চ্যালেন জয় করে ফেলেছেন কালনার সায়নী।
গত ৩০ আগস্ট ১৩ ঘন্টা ২২ মিনিট এর কিছু সময় বেশি নিয়ে ভারতের প্রথম মহিলা সাঁতার হিসাবে কৃতিত্ব অর্জন করেছেন সায়নী। একই সাথে এশিয়া মহাদেশের মধ্যে মহিলা হিসাবে এই প্রথম পাঁচটি সিন্ধু জয করা মহিলা তিনিই।