বিচার পায়নি আরজিকরে চিকিৎসা রত ডাক্তার। তাই হাওড়ার মন্দির তলায় রাজ্যের প্রশাসনিক ভবন নবান্নের থেকে ঢিল ছোড়া দূরে বিক্ষোভে ফেটে পড়লেন এলাকার মানুষ।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাওড়া :: মঙ্গলবার ১০,সেপ্টেম্বর :: ৯ আগস্ট আরজিকালে নৃশংসভাবে ধর্ষণ করে খুন করা হয় মহিলা ডাক্তার কে। এরপরে প্রতিবাদ এবং জাস্টিস চেয়ে রাজ্যে শুধু নয় ভিন রাজ্যে, সারা বিশ্বজুড়ে, ছড়িয়ে পড়ে একটাই শব্দ জাস্টিস ফর আরজিকর তবে এক মাস অতিক্রম।

সোমবার ৯ সেপ্টেম্বর একমাস পূর্ণ হল। এখনো অভিযুক্তরা অধরা বিচার পায়নি আরজিকরে চিকিৎসা রত ডাক্তার। তাই হাওড়ার মন্দির তলায় রাজ্যের প্রশাসনিক ভবন নবান্নের থেকে ঢিল ছড়া দূরে বিক্ষোভে ফেটে পড়লেন এলাকার মানুষ।

ন তারিখ রাত ন’টায় তারা এই বিক্ষোভ কর্মসূচি পালন করেন। ন মিনিট নীরবতা পালন করার পর। প্রায় দীর্ঘ সময় তারা একটাই স্লোগান জাস্টিস ফর আরজিকর আজাদী ,হোক কলরব খুনিদের বিচার চাই, হাল্লা বোল, আইনের কাছে রাজ্যের আইন ব্যবস্থার কাছে তাদের এই প্রশ্ন এখন দেখার বিষয় কবে পাওয়া যায় এই জাস্টিস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 + 5 =