নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: মঙ্গলবার ১০,সেপ্টেম্বর :: পূর্ব বর্ধমান জেলা পুলিশের উদ্যোগে সাধারণ নাগরিকের পরিষেবা প্রদানের জন্য চালু হল নতুন অ্যাপ। অ্যাপটির নাম দেওয়া হয়েছে ভরসা। এটি বাংলা এবং ইংরেজি দুটি ভাষাতেই পাওয়া যাবে।
সাধারণ মানুষের সুবিধার্থে প্রায় দেড় থেকে দুই মাস ধরে এই অ্যাপটির সম্বন্ধে পর্যবেক্ষণ করা হচ্ছে তারপরেই আজকে সকলের মধ্যে প্রচার করা হল এই ভরসা অ্যাপের বৈশিষ্ট্য বা কাজ। পুলিশের বড়সড়ো উদ্যোগ। সাধারণ মানুষের নিরাপত্তার কথা মাথায় রেখে ভরসা অ্যাপ চালু করল বর্ধমান জেলা পুলিশ। উপস্থিত ছিলেন বর্ধমান জেলা পুলিশ সুপার, অতিরিক্ত জেলা পুলিশ সুপার, এবং অন্যান্য পুলিশ আধিকারিকগণ।
জেলা পুলিশের তরফে অ্যাপের নাম দেওয়া হয়েছে ভরসা। জেলা পুলিশ সুপার আমানদীপ বলেন বর্ধমান শহর ছাড়াও অন্যান্য জেলাতেও যে কোন মানুষ বিপদে পড়লে অ্যাপের সাহায্যে পুলিশের সঙ্গে যোগাযোগ করতে পারবেন এবং ও নিজের অভিযোগ জানাতে পারবেন । এক্ষেত্রে বর্ধমান জেলা পুলিশের তরফে সেই বার্তা পৌঁছে দেওয়া হবে সংশ্লিষ্ট জায়গায়।