নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নদীয়া :: বৃহস্পতিবার ১২,সেপ্টেম্বর :: নদিয়ার রানাঘাট আদালতের এক আইনজীবীকে খুনের উদ্যেশে অস্ত্র মজুত করে পুলিশের হাতে গ্রেফতার বগুলার কুখ্যাত দুষ্কৃতী আশীষ মন্ডল।
পুলিশ সূত্রের খবর, হাঁসখালি থানা এলাকার বাসিন্দা কুখ্যাত দুষ্কৃতী ২০১৫ সালে রানাঘাট আদালতের এক আইনজীবীর সাথে তার স্ত্রীর বিবাহ বহির্ভুত সম্পর্কের কথা জানতে পেরে স্ত্রীকে গুলি করে খুন করে। সেই মামলায় গ্রেফতারও হয়েছিল আশীষ। অভিযোগ এর পর জামিনে মুক্ত হওয়ার পর থেকেই রানাঘাট আদালতের সেই আইনজীবীর সাথে বিবাদ চলছিল আশীষের।
অভিযোগ, কয়েক মাস আগে সেই আইনজীবীও আশীষ কে খুনের চেষ্টার অভিযোগে গ্রেফতার হয়। এবার সেই আইনজীবীকে খুনের চক্রান্ত করার অভিযোগে গ্রেফতার হলো আশীষ। গোপন সূত্রে খবর পেয়ে বগুলা আশ্রম পাড়া থেকে আশীষকে গ্রেফতার করে পুলিশ। ধৃতের কাছ থেকে একটি পিস্তল ও ২ রাউন্ড কার্তুজ উদ্ধার হয়।
পুলিশ এর প্রাথমিক অনুমান রানাঘাট আদালতের সেই আইনজীবীকে খুনের উদ্যেশেই অস্ত্র মজুত করেছিল আশীষ। পুলিশ ধৃতকে নিজেদের হেফাজতে চেয়ে রানাঘাট আদালতে পাঠায় । এ প্রসঙ্গে রানাঘাট পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার লাল্টু হালদার একটি সাংবাদিক বৈঠক করে সমস্ত বিষয়টি জানান।