নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দুর্গাপুর :: সেপ্টেম্বর ১৪,শনিবার :: ভাদ্র মাসে রাঢ় বঙ্গে ভাদু উৎসব একটি অন্যতম জনপ্রিয় উৎসব। তবে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ভাদু উৎসব আজ প্রায় বিলুপ্তির পথে। ধীরে ধীরে ক্ষীণ হয়ে আসছে ভাদু গানের সুর।অন্যদিকে নতুন প্রজন্ম এই বিষয়ে প্রায় অজ্ঞ বললেই চলে।
তাই দুর্গাপুর শহরের বুকে হারিয়ে যাওয়া ভাদু গানের উৎসব করলেন বিশিষ্ট লোকশিল্পী জীবন কিশোর চট্টোপাধ্যায়।পাশাপাশি এই উৎসবে সঙ্গত দিতে কলকাতা থেকে এসেছিলেন লোকশিল্পী বৃতি চট্টোপাধ্যায় ও ঢোল বাদক সৌদিপ চক্রবর্তী এবং সুখ্যাত বাঁশি শিল্পী সুনিল ডোম।
এদিন এ জোন স্টিল টাউনশিপের মেজর পার্কে জীবন বাবু নিজের ছাত্র ছাত্রীদের নিয়ে মেতে ওঠেন রাঢ়বঙ্গের ভাদু গানের সুরে।আট থেকে আশি বহু মানুষ ভিড় জমায় ভাদুগান শুনতে।প্রবীণরা এই গানের সুরে ফিরে পান তাঁদের ছেলেবেলার স্মৃতি।পাশাপাশি নবপ্রজন্ম তারিয়ে তারিয়ে উপভোগ করে ভাদুগানের মনোমুগ্ধকর সুর।