ব্রেক জার্নির দিন শেষ ! সিকিম রেলপথে মিলল বড় সাফল্য

সজল দাশগুপ্ত  :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: রবিবার ১৫,সেপ্টেম্বর :: শিলিগুড়ি থেকে ব্রেক জার্নির দিন শেষ! সিকিম রেলপথে মিলল বড় সাফল্য । যত সময় এগোচ্ছে সিকিম রেল প্রজেক্ট নিয়ে ততই সকলের প্রত্যাশা বেড়েই চলেছে। সেই দিন হয়তো বেশি দূরে নয় যখন কলকাতা থেকে সিকিম খুব সহজেই যাওয়া সম্ভব হবে। আর শিলিগুড়ি বা নিউ জলপাইগুড়ি থেকে ব্রেক জার্নি করতে হবে না।

আর এর জন্য দ্রুত কাজ করে চলেছেন ইঞ্জিনিয়ার থেকে শুরু করে শ্রমিকরা। এমনিতে বিগত কয়েক বছর আগের এবং বর্তমান সময়ের রেল ব্যবস্থাকে দেখলে আকাশ পাতাল তফাৎ চোখে পড়বে। এখন রেলে ভ্রমণ করা আরো সহজ হয়ে উঠেছে। ট্রেনেও যাত্রীদের সংখ্যা বেড়েই চলেছে।

অন্যদিকে যাত্রীদের কথা ভাবনা চিন্তা করে ভারতীয় রেলও একের পর এক কাজ করেই চলেছে, যার মধ্যে অন্যতম হলো সিকিমের রেল প্রজেক্ট। সেবক থেকে রংপো অবধি শুরু হয়েছে রেলস্টেশন তৈরি করার কাজ। তৈরি হচ্ছে একের পর এক টানেল। এবার এই সিকিম রেল প্রজেক্ট নিয়েই বড়সড় মাইলস্টোন হাসিল করল রেল।

নতুন মাইলফলক ছুঁলো রেল । রংপো রেলওয়ে স্টেশনের কাজ চলছে জোরকদমে। মূলত তিনটি পর্যায়ে শেষ হচ্ছে, এর অধীনে প্রথম পর্যায়ে সেবক থেকে রেংপো, দ্বিতীয় পর্যায়ে রংপো থেকে গ্যাংটক এবং তৃতীয় পর্যায়ে গ্যাংটক থেকে নাথুলা পর্যন্ত রেল লাইন পাতা ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × 1 =