সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: সোমবার ১৬,সেপ্টেম্বর :: সামনেই পুজো, পুজোতে বেড়াতে ভালোবাসেন অনেকেই। পুজো ছুটিতে পাহাড়ে বেড়ানোর মজাই আলাদা। পর্যটকদের কাছে দার্জিলিং এর কিছু অফ বিট জায়গা রয়েছে যা বরাবর আকর্ষণীয়। এই জায়গাগুলিতে পর্যটকরা বারে বারে ছুটে আসেন,পাহাড়ের সৌন্দর্য উপভোগ করবার জন্য।
শিলিগুড়ি থেকে রোহিণী কার্শিয়াং হয়ে দার্জিলিং যাওয়ার মজা আলাদা, সেটা আমাদের প্রায় সকলেরই জানা। তবে দার্জিলিংয়ের যাওয়ার পথে রয়েছে এমন একটি জায়গার নাম তিনধারিয়া। সেখানে পৌঁছতে হলে প্রথমে রংটং হয়ে পাহাড়ের আঁকাবাঁকা রাস্তা দিয়ে যেতে হবে তিনধারিয়া। এই জায়গা পর্যটকদের কাছে বিশেষ আকর্ষণীয়। এখানে রয়েছে ভিউ পয়েন্ট, যা পর্যটকদের আকর্ষণ করে থাকে।
যারা ভিড় পছন্দ করেন না তারা এই পথ দিয়ে চলে যেতে পারেন দার্জিলিং। ছুটির দিন হলেই পর্যটকদের ঢল নামে তিনধরিয়ায়। বর্তমানে এখানে রয়েছে একটি ভিউ পয়েন্ট, যেই ভিউ পয়েন্ট টি দেখতে অনেকেই ছুটে আসেন। পুজোর ছুটিতে অনায়াসে বেশ কয়েকদিন কাটিয়ে যাওয়ার সেরা ঠিকানা রয়েছে মনমুগ্ধকর প্রাকৃতিক পরিবেশ।
পাহাড়ের কোলে খুব সুন্দর একটি জায়গা। এখানকার প্রাকৃতিক অনাবিল সৌন্দর্য উপভোগ করার মজাই আলাদা। রয়েছে পাহাড়ি রাস্তা, এছাড়া টয় ট্রেন, গরম চায়ে চুমুক দিয়ে প্রাকৃতিক সৌন্দর্য অনুভব করার অনুভূতি। সবকিছু মিলিয়ে অত্যন্ত আকর্ষণীয় এই স্থান।