নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দুর্গাপুর :: সোমবার ১৬,সেপ্টেম্বর :: গভীর নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গ জুড়ে ভারী বৃষ্টি। সেই বৃষ্টির জেরে জল বেড়েছে একাধিক নদী ও শাখানদীতেও। টুমনি নদীতেও বেড়েছে জলের স্তর। সেই জলে প্লাবিত হয়েছে কাঁকসার বিদবিহারের শিবপুর, কৃষ্ণপুর, নবগ্রাম সহ একাধিক গ্রামের চাষের জমি। কয়েক হাজার বিঘা চাষের জমি এখন জলের তলায়।
টুমনি নদীর জলে শিবপুরের ভাসাপুল এখন জলের তলায়। এর জের প্রায় বিচ্ছিন্ন পশ্চিম বর্ধমানের সাথে বীরভূমের যোগাযোগ। চরম দুর্ভোগের মুখে দুই জেলার মানুষ। চরম ক্ষতির মুখে কৃষকরাও।
স্থানীয় বাসিন্দা ও বাইক আরোহীদের বলেন,”টুমনি নদীর জল বাড়লেই আমাদের দুর্ভোগ বাড়ে। যোগাযোগ ব্যবস্থা তো বিচ্ছিন্নই সাথে এলাকার সব ধান চাষের জমিও জলের তলায়।আমাদের যন্ত্রণার শেষ নেই। কিছুদিন আগেও একই ঘটনা ঘটেছিল। আবারও নিম্নচাপের জেরে এমন অবস্থায় দুর্ভোগ বাড়ছে। যাতাযাতের ক্ষেত্রেও চরম সমস্যায় পড়তে হচ্ছে।