নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: চাপড়া :: সোমবার ১৮,সেপ্টেম্বর :: বাংলাদেশ পাচারের আগে নিষিদ্ধ কাশির সিরাপ উদ্ধার চাপড়া থানার খ্রীস্ট পাড়া এলাকায় একটি বাড়ির থেকে। চাপড়া থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে, বাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার উদ্ধার করল ৩০০ বোতল নিষিদ্ধ কাশির সিরাপ ফেনসিডিল।পুলিশ সূত্রে জানা গেছে,পুলিশ ওই বাড়ির উপরে নজর রাখছিল।
রাতের বেলায় বাড়িতে হানা দেয় চাপড়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক অনিন্দ্য মুখার্জির নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী। বাড়ির তালা ভেঙে ঘরের ভিতরে খাটের নিচে পেটিতে ভিতরে রাখা ছিল নিষিদ্ধ কাশির সিরাপ।ঘটনাস্থলে আসেন কৃষ্ণনগর পুলিশ এর ডিএসপি শিল্পী পাল । বাড়িটি সিল করে দেয় পুলিশ।তদন্তের স্বার্থে পুলিশ বাড়ি মালিকের নাম প্রকাশ করেনি। কোথা থেকে এলো নিষিদ্ধ কাশির সিরাপ সেই ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।