নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দুর্গাপুর :: সোমবার ১৮,সেপ্টেম্বর :: মঙ্গলবার বিকালে দুর্গাপুর ব্যারাজ থেকে জল ছাড়ার ফলে দামোদর নদে জল বাড়ায় দামোদর নদের তীরবর্তী এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দেয়।মঙ্গলবার রাত থেকেই কাঁকসার সিলামপুরে দামোদর নদের তীরবর্তী এলাকাগুলিতে দামোদরের জল ঢুকতে শুরু করে।সারারাত ধরেই প্রশাসনের পক্ষ থেকে এলাকার মানুষকে সচেতন করা হয়।
এলাকার মসজিদ থেকে সাধারণ মানুষকে সাবধানে থাকার কথা মাইকে প্রচার করেন মসজিদের ইমাম। পাশাপাশি এলাকার বেশ কিছু মানুষকে রাতেই নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।স্থানীয় একটি স্কুলে ক্যাম্প করে সেখানেই থাকা খাওয়ার ব্যবস্থা করেন আমলা জোড়া গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান নাসিম আলী মির ও পঞ্চায়েত কর্মীরা।বুধবার সকাল থেকে এলাকায় নজরদারি চালান পঞ্চায়েতের কর্মীরা।
এলাকা জলমগ্ন হয়ে যাওয়ার কারণে বন্ধ সিলামপুরের দামোদর নদের তীরবর্তী একটি আইসিডিএস স্কুল।স্থানীয়দের অভিযোগ প্রতি বছর বর্ষার সময় এলাকায় জল ঢুকলেও এতো পরিমানে জল ঢোকে না।এবছর এলাকায় জল ঢুকে প্রায় ২০ থেকে ২৫ টি বাড়ি প্লাবিত।