নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: সোমবার ১৮,সেপ্টেম্বর :: টানা একমাস ধরে জলমগ্ন মালদা শহরের নেতাজি কলোনি। প্রবল সমস্যায় পড়েছেন এলাকার মানুষজন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গত কয়েক বছর ধরে বর্ষার শুরুতেই এলাকা জলমগ্ন হয়ে পড়ে। মাস দুই ধরে জমা জলের মধ্যে দিয়েই জীবনযাপন করতে হয় ওই এলাকার বাসিন্দাদের। বিষয়টি নিয়ে স্থানীয় কাউন্সিলরকে একাধিকবার জানানো হয়েছে।
স্থানীয় কাউন্সিলর মনীষা সাহা মন্ডল :: সংবাদ প্রবাহ চিত্র
গত বছর কাউন্সিলর মাপ জোক পর্যন্ত করে গিয়েছেন। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। জল পচে গিয়ে স্থানীয় বাসিন্দাদের চর্মরোগ দেখা দিচ্ছে। সব মিলিয়ে প্রশাসনের উপর তীব্র ক্ষোভ উগরে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। এই বিষয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্থানীয় কাউন্সিলর মনীষা সাহা মন্ডল জানান এই সমস্যাটা দীর্ঘদিনের সমস্যা এটা নতুন কোন সমস্যা নয়, আমার এলাকার নেতাজি কলোনি মালঞ্চ পল্লী বৃহস্পতি এলাকা জলমগ্ন হয়ে রয়েছে।
তিনি আরো জানান যে এই জল বের করার জন্য একটি বড় উদ্যোগ নিয়েছে ইংরেজবাজার পৌরসভা ও ইরিগেশন দপ্তর। ইতিমধ্যেই সেই ড্রেনের কাজ শুরু হয়ে গেছে। আশা করছি অল্প কিছুদিনের মধ্যেই এই সমস্যা থেকে মুক্তি পাবে সাধারণ মানুষ।