নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: বৃহস্পতিবার ১৯,সেপ্টেম্বর :: পূর্ব বর্ধমান জেলার জামালপুর -ডিভিসি জল ছাড়ার কারণে চোখ রাঙাচ্ছে দামোদর নদ । প্লাবিত হয়েছে একাধিক গ্রাম, শত শত বিঘের ফসল কার্যত জলের তলায়।ঘরবাড়ি ছেড়ে অনেকেই আশ্রয় নিতে বাধ্য হয়েছেন খোলা আকাশের নিচে।কেউ কেউ তার প্রিয় ঘর ও গবাদি পশুদের ছেড়ে আসতে নারাজ, জলবন্দি অবস্থায় থমকে রয়েছে মানুষের জনজীবন ।
বিঘের পর বিঘের জমির ফসল নষ্ট হওয়ার আশঙ্কায় ঘুম উড়েছে চাষিদের।অনেকেই অসহায় অবস্থায় বাড়ির জিনিসপত্র নিয়ে ঠাই নিয়েছেন খোলা আকাশের নিচে, অনেক এলাকায় বন্যার জলের সাথে সাথে ঢুকে পড়ছে বিষাক্ত সাপ, আতঙ্কে ঘুম উড়েছে নদীর তীরবর্তী মানুষদের । তাদের পাশে এবার দাঁড়ালো ব্লক থেকে শুরু করে জেলা প্রশাসন।
বন্যা কবলিত এলাকাগুলো পরিদর্শন করলেন জামালপুরের বিধায়ক অলক কুমার মাঝি, ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি মেহেমুদ খান, প্রত্যেককে আশ্রয় কেন্দ্রে যাওয়ার জন্য অনুরোধ করা হয় সাধারণ মানুষদের । বোঝানো হয় প্রশাসন সর্বদাই তাদের পাশে রয়েছে। বন্যার্তদের হাতে ত্রাণ তুলে দেয়া হয়