নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দুর্গাপুর :: বৃহস্পতিবার ১৯,সেপ্টেম্বর :: আশার খবর শোনালো সেচ দপ্তর। জল ছাড়া কমানো হচ্ছে দুর্গাপুর ব্যারেজ থেকে। বুধবার রাত আটটার মধ্যেই জল ছাড়ার পরিমাণ ২ লক্ষ কিউসেকের নিচে নেমে যাবে। রাত দশটা নাগাদ সেই পরিমাণ দেড় লাখের নিচে নামবে বলে জানিয়েছেন দামোদর হেডওয়ার্ক ডিভিশনের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সঞ্জয় মজুমদার।
তবে নিম্ন অববাহিকা এলাকায় জলস্তর নামতে আরো কিছুটা সময় লাগবে। কারণ দুর্গাপুর ব্যারেজ থেকে ছাড়া জল হাওড়ার আমতা পর্যন্ত পৌঁছতে আরো সময় লাগবে।
ফলে নিম্ন অববাহিকায় যে বন্যা পরিস্থিতি এবং প্লাবনের সৃষ্টি হয়েছে, তা নিয়ন্ত্রণে আসতে আরো কিছুটা অপেক্ষা করতে হবে তবে যেহেতু মাইথন এবং পাঞ্চের জলাধার থেকে ধীরে ধীরে জল ছাড়ার পরিমাণ কমানো হচ্ছে, তাই দুর্গাপুর ব্যারেজ থেকেও কমছে জল ছাড়ার পরিমাণ। খুব স্বাভাবিকভাবেই এই খবর স্বস্তিদায়ক সাধারণ মানুষের কাছে।