রাজনীতি করতে গেলে ডাক্তারী পড়া ছাড়ুন। ফিল্ডে নামলেই বুঝতে পারবেন মানুষ কাদের সঙ্গে আছে। কেন তারা বলছেন দীর্ঘদিন আন্দোলন চালিয়ে যাবেন বলছেন | এর পিছনে কারও ইন্ধন আছে- মন্ত্রী সিদ্দিকুল্লা

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: শুক্রবার ২০,সেপ্টেম্বর :: জুনিয়র ডাক্তারদের যে ইস্যুতে আন্দোলন করছে তা নিয়ে কোনো সন্দেহ নেই। বৈঠক হল তা ভেস্তেও গেল। আবার বৈঠক হল। এরপরেও তাঁরা বলছেন আমাদের মন গলেনি। আসলে তাঁরা কি চাইছেন সেটাই বড় বিষয়, কোথায় থামতে হয় তাঁরা জানেন না। এঁরা নিজেদের কি ভাবছেন জানিনা। সুপ্রীম কোর্টে মামলা করতে নিযুক্ত আইনজীবীদের জন্য ১২-১৫ লক্ষ টাকা খরচ। কে দিল টাকা।

কোথা থেকে টাকা এল – এটা আমার প্রশ্ন। একজন জুনিয়র ডাক্তারের পক্ষে এই টাকা দেওয়া সম্ভব নয়। আমার অনুরোধ আপনারা পেশায় ফিরুন। আপনারা রাজনীতিক দল নন। বর্ধমানে জেলাশাসক সভাগৃহে বন্যা পরিস্থিতি নিয়ে বৈঠকে এসে আরজিকর কাণ্ডে জুনিয়র চিকিৎসকদের নিয়ে তীব্র কটাক্ষ করলেন গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী।

তিনি আরও বলেন রাজনীতি করতে গেলে ডাক্তারী পড়া ছাড়ুন। ফিল্ডে নামলেই বুঝতে পারবেন মানুষ কাদের সঙ্গে আছে। কেন তারা বলছেন দীর্ঘদিন আন্দোলন চালিয়ে যাবেন বলছেন? বাংলার মুখ্যমন্ত্রীকে অপমান করবেন না, অসম্মান করবেন না। অন্যের হাতে তামাক খাওয়া ডাক্তারদের কাজ নয়। এখনও পর্যন্ত ১০ লক্ষ মানুষ চিকিত্সা না পেয়ে ফিরে গেছেন, কতজন মারা গেছেন। ওঁরা জানেন না, কোথায় থামতে হয়। আমার মনে হয় এর পিছনে কারও ইন্ধন আছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen − 1 =