এনভিএফ হেডকোয়ার্টারে বিশ্বকর্মা পুজো উপলক্ষে জলসা বন্ধ করতে গিয়ে আক্রান্ত পুলিশ। গ্রেপ্তার পাঁচ পশ্চিমবঙ্গ এনভিএফ কর্মী সহ ৯।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দুর্গাপুর :: শুক্রবার ২০,সেপ্টেম্বর :: এনভিএফ হেডকোয়ার্টারে বিশ্বকর্মা পুজো উপলক্ষে জলসা বন্ধ করতে গিয়ে আক্রান্ত পুলিশ। গ্রেপ্তার পাঁচ পশ্চিমবঙ্গ এনভিএফ কর্মী সহ ৯। আক্রান্ত পুলিশের এসআই ভর্তি দুর্গাপুরের বেসরকারি সুপার স্পেশালিটি হাসপাতালে। ব্যাপক চাঞ্চল্য গোটা এলাকায়।

পুলিশ সূত্রে খবর, দুর্গাপুরের কোকওভেন থানার ৩৮ নম্বর ওয়ার্ডের পশ্চিমবঙ্গ ন্যাশনাল ভলেন্টিয়ার ফোর্সের (এনভিএফ) হেডকোয়ার্টারের ভেতর বিশ্বকর্মা পুজো উপলক্ষে ঊর্ধ্বশ্বাসে লাউড স্পিকার বাজিয়ে জলসা চলছিল। স্থানীয়দের কাছ থেকে সেই খবর পেয়ে কোকওভেন থানার সশস্ত্র পুলিশ বাহিনী এনভিএফ হেডকোয়ার্টারে পৌঁছায়।

লাউডস্পীকার বন্ধ করার কথা জানাতেই পুলিশের এএসআই সঞ্জয় ঘোষের উপর হামলা চালায় মদ্যপ অবস্থায় এনভিএফ-এর কর্মীরা। তারপরেই কোক ওভেন থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পাঁচজন এনভিএফের কর্মীসহ ৯ জনকে গ্রেফতার করে। বৃহস্পতিবার ধৃতদের পুলিশি হেফাজত চেয়ে তোলা হয় দুর্গাপুর মহকুমা আদালতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 3 =