নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাওড়া :: শুক্রবার ২০,সেপ্টেম্বর :: গত তিনদিন ধরে ডিভিসির লাগাতার ছাড়া জলে প্লাবিত হল হাওড়ার বিস্তীর্ণ এলাকা। হাওড়ার বন্যা পরিস্থিতি অবনতি হয়েছে। জানা গিয়েছে ইতিমধ্যেই হাওড়া পুরো উদয়নারায়নপুর ব্লক, আমতা দু’নম্বর ব্লকের বিস্তীর্ণ এলাকা প্লাবিত।
ঘোড়াবেড়িয়া -চিত নান এবং ভাটোরা -এই দুই গ্রাম পঞ্চায়েত প্রথমেই মুণ্ডেশ্বরী জলের তলায় চলে যায়। তিন দিন আগে। এরপর উদয়নারায়নপুরে দামোদরের দামোদরের জল ভয়ংকর বৃদ্ধি পাওয়ায় প্লাবিত হয় সম্পূর্ণ উদয়নারায়নপুর ব্লক পাশাপাশি আমতা ২ নম্বর ব্লকের ঝিকিরা, অমরাগরি , জয়পুর সহ বেশ কিছু গ্রাম পঞ্চায়েত প্লাবিত হবে। কারন বুধবার রাত একটা নাগাদ মন্দির শরীর চব্বিশপুরের বাঁধ ভেঙ্গে যাওয়ায় চব্বিশপুর থেকে হু করে জল ঢুকছে ঝিকিরা দিয়ে। ফলে হাওড়ায় সার্বিকভাবে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে।