নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বাঁকুড়া :: শুক্রবার ২০,সেপ্টেম্বর :: ‘নদীর ধারে বাস, চিন্তা বারো মাস”, তবে শুধু চিন্তা নয়, চরম দুশ্চিন্তায় দিন কাটছে ইন্দাসের রোল গ্রাম পঞ্চায়েতের এলাকার দামোদর তীরবর্ত্তী ভাসনা এলাকার মানুষের। ফি বছর জলের তোড়ে পাড় ভাঙ্গছে দামোদরের, নদী গর্ভে চাষের জমি তলিয়ে যাওয়ার আশঙ্কা করছেন গ্রামের মানুষ।
স্থানীয়দের দাবি, প্রশাসনকে বারবার জানিয়েও কেনো কাজ হয়নি। গ্রামবাসী ফাল্গুনী ঘোষ, সাথী মণ্ডলরা বলেন, বর্তমানে যা পরিস্থিতি রাতে ঘুমোতে পারিনা। নদীর ধারেই চাষের জমি, এই জমিই নদীগর্ভে চলে যাওয়ার সম্ভাবনা তৈরী হয়েছে। চোখের সামনে চাষযোগ্য জমি এভাবে বিলীন হতে দেখা ছাড়া কোন উপায় নেই। প্রশাসনকে বারবার জানালেও নদী ভাঙ্গন প্রতিরোধে কোন ব্যবস্থা নেওয়া হয়নি বলে তাঁরা দাবি করেন।
ইন্দাসের বিডিও সুরেন্দ্রনাথ পতি বিষয়টি স্বীকার করে বলেন, আমি ওই এলাকায় গিয়েছিলাম, চাষের জমির কাছাকাছি নদী পৌঁছে গেছে। ভাঙ্গন প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরী। এবিষয়ে প্রস্তাব তিনি উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে পাঠাবেন বলে জানান।