সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: কাকদ্বীপ :: রবিবার ২২,সেপ্টেম্বর :: শুক্রবার গভীর রাতে গভীর সমুদ্রে মাছ ধরার সময় সামুদ্রিক ঝড়ের কবলে পড়ে উল্টে যায় একটি মৎস্যজীবী ট্রলার। এই ট্রলার দুর্ঘটনায় ৮ জন মৎস্যজীবীদের নিরাপদে উদ্ধার করা সম্ভব হলেও নিখোঁজ হয়ে যায় ৯ জন মৎস্যজীবী।
বঙ্গোপসাগরের নিখোঁজ ৯ জন মৎস্যজীবীর খোঁজে শুরু হয় তল্লাশি অভিযান। প্রশাসনের পক্ষ থেকে গভীর সমুদ্রে নিখোঁজ ৯ জন মৎস্যজীবীর সন্ধানে শুরু হয় তল্লাশি। তল্লাশি অভিযানে নেমে রবিবার সকাল থেকেই একের পর এক নিখোঁজ মৎস্যজীবীদের মৃতদেহ দেখতে পায় প্রশাসনিক কর্তারা। এরপর অন্যান্য মৎস্যজীবী ট্রলারের সহযোগিতায় দুর্ঘটনা গ্রস্ত ট্রলারটিকে উদ্ধার করে নামখানার লুথিয়ান দ্বীপে আনা হয়েছে।
নদীতে জোয়ারের পর ভাটার সময় ট্রলারে কেবিনের মধ্যে তল্লাশি চালিয়ে নিখোঁজ ৯জন মৎস্যজীবীদের মধ্যে ৮জন মৎস্যজীবীদের মৃতদেহ উদ্ধার করে পুলিশ প্রশাসন।।নামখানার হরিপুর ঘাটে উপস্থিত আছেন কাকদ্বীপের এসডিপিও প্রসেনজিৎ বন্দ্যোপাধ্যায়, নামখানার বিডিও ও মৎস্যজীবী সংগঠনের কর্তারা।