নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কেশপুর :: সোমবার ২৩,সেপ্টেম্বর :: কলকাতার থেকে কেশপুরে এসে বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়ালেন আর জি করের জুনিয়র ডাক্তাররা। কেশপুরের ১১ নম্বর অঞ্চলের কানাখালি গ্রামে গিয়ে হাঁটু সমান জলে দাঁড়িয়েই রোগী দেখলেন প্রতিবাদী ডাক্তাররা। বন্যা হওয়ার কারণে রাস্তার উপর জল দাঁড়িয়ে রয়েছে এখনো।
গৃহবন্দী রয়েছেন অনেক মানুষ। সেই গৃহবন্দী মানুষদের কাছে গিয়ে চিকিৎসা পরিষেবা দিলেন অভয়া ক্লিনিক এর সদস্যরা। পাশাপাশি শুকনো খাবার সহ চাল ডাল তুলে দেন গৃহবন্দী মানুষদের হাতে।
পশ্চিম মেদিনীপুর এর কেশপুর ব্লকের কানাখালি গ্রামে আরজিকর থেকে আসা প্রতিবাদী জুনিয়র ডাক্তার বাবুরা বাড়ি বাড়ি গিয়ে বন্যা পরবর্তী বিভিন্ন শারীরিক সমস্যা নিয়ে এলাকাবাসীদের সাথে কথা বলেন পাশাপাশি নানারকম সাবধানতা অবলম্বনে সুপরামর্শ দেন, সাথে নিয়ে আসা বিভিন্ন ধরনের নিত্য প্রয়োজনীয় ওষুধ থেকে খাবার মানুষের মধ্যে বিলিয়ে দেন।