কাশী থেকে আনা গঙ্গাজল দিয়ে নরেন্দ্রপুর থানা শুদ্ধিকরণ করলেন বিজেপি নেত্রী রূপা গাঙ্গুলী

সুদেষ্ণা মন্ডল  :: সংবাদ প্রবাহ :: নরেন্দ্রপুর :: সোমবার ২৩,সেপ্টেম্বর :: বিজেপির পক্ষ থেকে সোমবার দক্ষিণ চব্বিশ পরগনা সহ কলকাতার বিভিন্ন থানা শুদ্ধি করণের ডাক দেওয়া হয়েছিল। সকাল থেকেই দক্ষিণ ২৪ পরগনা বিভিন্ন থানায় বিজেপি কর্মী সমর্থকেরা গঙ্গাজল এবং গোবর জল দিয়ে থানা শুদ্ধিকরণ কর্মসূচিতে নেমে পড়েছিল।
সোমবার সন্ধ্যাবেলায় বিজেপি নেত্রী প্রাক্তন সাংসদ রূপা গাঙ্গুলী কাশি থেকে আনা গঙ্গাজল দিয়ে নিজে হাতে থানার নেমপ্লেট গঙ্গাজল দিয়ে ধুয়ে পুলিশদের গায়ে গঙ্গাজল ছিটিয়ে থানা শুদ্ধিকরণ করেন বিজেপি নেত্রী রুপা গাঙ্গুলী। শুধু তাই নয় ঝাঁটা হাতে নিয়ে থানার সিড়ি পরিস্কার করতে দেখা যায় বিজেপি নেত্রী রূপা গাঙ্গুলিকে।
আরজিকরের ঘটনায় পুলিশের ব্যর্থতার প্রতিবাদে নরেন্দ্রপুর থানা ঘেরাও কর্মসূচি করলেন বিজেপি কর্মী সমর্থকরা। তিনি বলেন থানা তার দায়িত্ব পালন করছে না। টালা থানার ওসির প্রসঙ্গ টেনে বলেন এরা সকলেই দোষী। বিনীত গোয়েলও জেলে যাবে বলে জানান তিনি। একই সাথে তার মন্তব্য পুলিশ মন্ত্রীও এই ঘটনায় দোষী বলে দাবি করেন বিজেপি নেত্রী রূপা গাঙ্গুলী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × 1 =