কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদহ :: সোমবার ২৩,সেপ্টেম্বর :: পাচার হতে গিয়ে পুলিশের হাতে উট। গতকাল বিকেল বেলায় হরিশ্চন্দ্রপুর দু’নম্বর ব্লক এলাকায় করিয়ালি ফরেস্টের কাছ থেকে গোপন সূত্রে খবর পেয়ে একটি উট আটক করে ভালুকা ফাঁড়ির পুলিশ । উটের সঙ্গে থাকা ব্যক্তিরা পুলিশ দেখে উট ছেড়ে পালিয়ে যায়। ওই উট টিকে উদ্ধার করে ফাড়িতে নিয়ে আসে স্থানীয় পুলিশ প্রশাসন।
বর্তমানে পুলিশ কর্মীদের পরিচর্যাতেই রয়েছে ওই উটটি। পুলিশের প্রাথমিক অনুমান বাংলা বিহার সীমান্ত এলাকা হওয়ায় এই অঞ্চল দিয়ে ওই উটটিকে পাচার করা চেষ্টা করা হচ্ছিল। পুলিশ জানিয়েছে জেলার স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে যোগাযোগ করা হচ্ছে তাদের মাধ্যমে উটটিকে যথাস্থানে স্থানান্তরিত করা হবে।
এদিকে উটটিকে যথাস্থানে ফেরত পাঠাবার জন্য সোচ্চার হয়েছেন এলাকার পশু-প্রেমীরা। স্থানীয় বাসিন্দা নৃপেন মহালদার বলেন এই পরিবেশে উটটি বেশি দিন থাকলে অসুস্থ হয়ে পড়বে। অবিলম্বে একে যথাস্থানে রেখে আসা হোক।