নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ময়ূরেশ্বর :: বুবুধবার ২৫,সেপ্টেম্বর :: প্রায় সাত দিন থেকে বন্ধ গ্রামে বিদ্যুৎ পরিষেবা তাই গ্রামে বিদ্যুৎ ফেরাতে এবার পথ অবরোধ করে বিক্ষোভ দেখালো হাজিপুর গ্রামের মানুষজন। উল্লেখ্য বীরভূম জেলার ময়ূরেশ্বর এক নম্বর ব্লকের অন্তর্গত হাজিপুর গ্রামে প্রায় সাত দিন আগে ওভারলোডের কারণে পুড়ে গিয়েছে ট্রান্সফরমার ।
তবে সেই ট্রান্সফরমার রিপেয়ারিং করলে আবারও পুড়ে নষ্ট হয়ে যায় ওই ট্রান্সফরমারটি। আর ঠিক তারপর প্রায় সাত দিন থেকে গ্রামের বন্ধ রয়েছে বিদ্যুৎ পরিষেবা ।
এমনটাই দাবি করছেন হাজীপুর গ্রামের মানুষজন। আর তাই আজ অর্থাৎ মঙ্গলবার দুপুর তিনটে থেকে সন্ধ্যা প্রায় ছয়টা পর্যন্ত বীরচন্দ্রপুর কোটাসুর রাস্তার উপর হাজিপুর বাসস্ট্যান্ডে গ্রামবাসীরা একত্রিত হয়ে পথে নেমে বিক্ষোভ দেখালো স্বাভাবিকভাবে বিদ্যুৎ পরিষেবা পাওয়ার দাবিতে। শেষমেশ মল্লারপুর থানার পুলিশের আশ্বাসে ওঠে পথ অবরোধ এমনই জানিয়েছেন ওই গ্রামের মানুষ ।