প্রবল বর্ষণে বিপর্যস্ত পাহাড়-সমতল – বিপদসীমার কাছাকাছি তিস্তা

সজল দাশগুপ্ত  :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: শনিবার ২৮,সেপ্টেম্বর :: প্রবল বর্ষণের জেরে বিপজ্জনক পরিস্থিতি পাহাড়ে। ধসের জেরে বিচ্ছিন্ন একাধিক জায়গা। একাধিক জায়গায় ধসের পাশাপাশি বিরিকদাড়া, শ্বেতিঝোরার মতো এলাকাগুলিতে পাহাড় থেকে বোল্ডার গড়িয়ে পড়ায় নতুন করে বন্ধ হয়ে গিয়েছে ১০ নম্বর জাতীয় সড়ক।

এছাড়াও, মিরিক রোড, দুধিয়া-পানিঘাটা, দার্জিলিংয়ের সুখিয়াপোখরি সহ বেশ কয়েকটি জায়গায় ধস নামায় রাস্তা বন্ধ। কালিম্পংয়ে একাধিক জায়গায় ধস নামার পাশাপাশি ধসে বিদ্যুতের পোল ক্ষতিগ্রস্ত হওয়ায় গ্রাম তো বটেই শহরের একাধিক জায়গায় বিদুৎ নেই।

সবমিলিয়ে চরম দুর্ভোগে পড়তে হয়েছে সাধারণ মানুষকে। পেশক রোড খোলা থাকলেও যেভাবে তিস্তায় জলস্ফীতি ঘটছে, তাতে এই রাস্তাটি বন্ধ হয়ে যাবে বলে আশঙ্কা দেখা দিয়েছে। কালিম্পং এবং দার্জিলিং জেলা প্রশাসনের তরফে সকলকে সতর্ক থাকার পরামর্শ দেওয়ার পাশাপাশি প্রয়োজনীয় পদক্ষেপ করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen − two =