বিদ্যাসাগর সেন্ট্রাল সার্বজনীন বাঘাযতীন দক্ষিণ কলকাতার এবারের দূর্গাপুজো ।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কোলকাতা :: শনিবার ২৮,সেপ্টেম্বর :: ৭৫ তম বর্ষে শিল্পী সোমনাথ মুখোপাধ্যায়ের হাত ধরে সেজে উঠছে মন্ডপ সজ্জা। এবারের পুজোর ‘ভাবনা যুদ্ধ’ । যুদ্ধের কি খুবই প্রয়োজন যা সামাজিক পারিবারিক অর্থনৈতিক উন্নতিতে বাধা দেয়? যুদ্ধ করে আদপে কি মেলে শরীর ও মনের রক্তক্ষরণ ছাড়া?

সত্যজিৎ রায়ের ভাষায় “তোরা যুদ্ধ করে করবি কি তা বল” ? সমাজ ও মানব ধর্মকে বাঁচানোর স্বার্থে মুনি ঋষি কবি সাহিত্যিক দের স্মরণ করে শান্তির পৃথিবী যা রেখে যাব আগামী প্রজন্মের জন্য। প্রতিমা শিল্পী সনাতন দিন্দা গড়ে তুলছেন মাতৃ প্রতিমা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × 1 =