নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: আসানসোল :: শনিবার ২৮,সেপ্টেম্বর :: আসানসোল দক্ষিণ থানার অন্তর্গত সাঁতা মোড় সংলগ্ন জিটি রোডের পাশে থাকা জমিতে বিদ্যুতের টাওয়ার বসানো কে কেন্দ্র করে বিক্ষোভ। ঘটনাস্থলে আসানসোল দক্ষিণ থানার পুলিশ সহ বিশাল বাহিনী।
জমির মালিক পুষ্পা বাউরি ও তপন বাউরি তারা দাবি করেন এই জমি তাঁদের এবং বিনা নোটিসে জমির পাঁচিল ভেঙে টাওয়ার বসানোর কাজ করছে প্রশাসন। শনিবার আদালতের নির্দেশ মতো আসে পুলিশ প্রশাসনের লোক আসেন এবং তারপর জমির মালিকরা তাঁদের জমি বলে বিক্ষোভ শুরু করে। বিক্ষোভকারীরা রাস্তা অবরোধ করতে গেলে পুলিশের সাথে ধস্তাধস্তি হয় বিক্ষোভকারীদের।