ভূতনীর দক্ষিণ চন্ডীপুরের কাটাবাঁধে প্রবল জলের তোড়ে দুর্ঘটনার কবলে পড়ল যাত্রীবাহী নৌকা।

কুমার মাধব  :: সংবাদ প্রবাহ :: মালদহ :: রবিবার ২৯,সেপ্টেম্বর :: এবার মানিকচকের বন্যা কবলিত ভূতনীর দক্ষিণ চন্ডীপুরের কাটাবাঁধে প্রবল জলের তোড়ে দুর্ঘটনার কবলে পড়ল যাত্রীবাহী নৌকা। ফলে নৌকা থেকে জলে পড়লেন কয়েকজন যাত্রী। তাদের মধ্যে তিনজনকে তৎক্ষণাৎ জল থেকে উদ্ধার করলেন সিভিল ডিফেন্সের কর্মীরা।

তবে স্থানীয়দের একাংশের বক্তব্য, এখনও দুই যাত্রীর কোন হদিশ মেলেনি। তারা জলের তোড়ে তলিয়ে গেছেন। যদিও এই বক্তব্য নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। কারণ গ্রামবাসীদের অপর এক অংশের বক্তব্য, নৌকায় ছিলেন তিনজন যাত্রী।

তাদের সকলকেই জল থেকে উদ্ধার করা হয়েছে। কোন যাত্রী জলে ভেসে যাননি। স্বভাবতই এই দুই ধরনের বক্তব্যকে ঘিরে তৈরি হয়েছে ধোঁয়াশা। তাই ধোঁয়াশা কাটাতে সিভিল ডিফেন্সের কর্মীরা স্পিডবোট নিয়ে শুরু করেছে তল্লাশি অভিযান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × one =