নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বসিরহাট :: রবিবার ২৯,সেপ্টেম্বর :: উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার সরুপনগর ব্লকের বিস্তীর্ণ এলাকায় এখনো জলবন্দী প্রায় ৭০ হাজার মানুষ । শিবিরে আশ্রয় নিয়েছে ৬০০ জন। তিন নদী ইছামতি যমুনা পদ্মা জল বাদ ছাপিয়ে গ্রামে ঢুকেছে অন্যদিকে লাগাতার বৃষ্টির জল
এই দুয়ের যাতা কলে নাজেহাল সাধারণ মানুষ থেকে স্কুলের ছাত্র-ছাত্রীরা চারঘাট গ্রাম পঞ্চায়েতের পাতুয়া, দিয়ারা, লস্কর পোতা, চারঘাট জুনিয়র বেশিক স্কুল সহ বেশ কিছু প্রাইমারি স্কুল গত ১০ দিন ধরে বন্ধ স্কুলে ঘর ও বাইরে এমন কি মিড ডে মিল রান্না করার জায়গায় এক হাঁটু জল। কয়েকশ ছাত্র ছাত্রীরা মিড ডে মিল থেকে বঞ্চিত হচ্ছে পাশাপাশি স্কুলের পাশে কল ডুবে গেছে।
বিপাকে পড়েছে অভিভাবক থেকে শুরু করে ছাত্রছাত্রী । মিড ডে মিল কর্মী রমা মন্ডল জানান, রান্না করার জায়গায় জল ছাত্র-ছাত্রীদের আসতে বারণ করেছি ।শিক্ষক শিক্ষিকারা আসছে না ছোট ছোট বাচ্চা যদি স্কুলে আসে তাহলে সাপের কামড় থেকে শুরু করে কীটপতঙ্গ জলবায়ু রোগ আক্রান্ত হতে পারে