কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদহ :: সোমবার ৩০,সেপ্টেম্বর :: বন্যায় বিপর্যস্ত মালদার একাংশ আর সেই সময় বাড়ি বাড়ি গিয়ে সরকারি ত্রিপল বিক্রি করছেন এক যুবক। মোটর বাইকে বোঝাই করে সরকারি ত্রিপল মালদার বৈষ্ণবনগর থানার দেওনাপুর এলাকায় বাড়ি বাড়ি ঘুরে বিক্রি করছেন যুবক।
স্থানীয়রা হাতেনাতে ধরে ফেলে ওই যুবককে। সরকারি ত্রিপল বিক্রির সেই ভিডিও ভাইরাল। আর এই ঘটনা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। বিজেপির অভিযোগ তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের সদস্যরা এইভাবে ত্রিপল বিক্রি করে দিচ্ছে। ফলে সাধারণ মানুষের যে ত্রিপল পাওয়ার কথা তা খোলা বাজারে বিক্রি হচ্ছে।
যদিও এর পিছনে বিরোধীদের ষড়যন্ত্র দেখছেন জেলা তৃণমূল নেতৃত্ব। এ বিষয়ে কালিয়াচক তিন নম্বর ব্লকের বিডিও জানিয়েছেন, ঘটনার খবর তিনি পেয়েছেন, পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে। অভিযুক্তের খোঁজ করা হচ্ছে। কোথা থেকে ত্রিপল যুবক কিনেছিল সেই বিষয়টিও খোঁজ খবর করা হচ্ছে। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।