টাকা ফেরালো দাসপুরের সাগরপুর সার্বজনীন দুর্গোৎসব কমিটি

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দাসপুর :: মঙ্গলবার ১,অক্টোবর :: কলকাতার আঁচ এবার জেলাতেও। আরজিকর কান্ডর প্রতিবাদ জানিয়ে দুর্গা পুজোতে সরকারের অনুদান ফেরালো দাসপুরের দুর্গাপুজো। কলকাতার আরজিকরে ঘটে যাওয়া নারকীয় ঘটনার প্রতিবাদ জানিয়ে রাজ্যের দিকে দিকে দুর্গাপূজোয় সরকারি অনুদান ফিরিয়ে দিচ্ছে পুজো কমিটি।

সেই তালিকায় এবার যোগ হল পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমার অন্তর্গত দাসপুরের সাগরপুর সার্বজনীন দুর্গোৎসব কমিটি। রাজ্য সরকারের দেওয়া পুজোর জন্য অনুদান ৮৫ হাজার টাকা না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা। যা পশ্চিম মেদিনীপুর জেলাতে প্রথম অনুদান বয়কটের সিদ্ধান্ত এই পূজো কমিটির।

দাসপুর থানার অন্তর্গত সাগরপুর গ্রামবাসীবৃন্দর ব্যবস্থাপনায় সাগরপুর সর্বজনীন দুর্গোৎসব কমিটি এই বছর ৪৬ তম বর্ষে পড়লো। এই বছর ওই পুজো কমিটির থিম মাটির ঘরে মা। পুজো কমিটির সদস্যদের দাবি, আর জি করে নারকীয় ঘটনার সাথে যে বা যারা জড়িত রয়েছে, সেই সমস্ত দোষীদের খুঁজে বের করে দ্রুত বিচারের প্রক্রিয়ার মধ্য দিয়ে শাস্তি দিতে হবে। যদি তিলোত্তময় বিচার না পায় তাহলে আমরা সরকারের অনুদান মায়ের পূজোতে কিভাবে নেব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twelve + 13 =