নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: বৃহস্পতিবার ৩,অক্টোবর :: উত্তরীয় সর্বজনীন আসলে দক্ষিণেশ্বর অঞ্চলের একটি পারিবারিক পুজো। গত ৯ বছর ধরে পুজো করে চলেছে ওই পরিবারের অভিনন্দন, দীপময়, মৈত্রেয়ী, হিমাংশু ও শ্রীজিত। এই বছর তাদেরই উদ্যোগে ওই পুজো ১০ বর্ষে পড়েছে। ক্রমেই প্রচুর মানুষের সমাবেশে এই পুজো সর্বজনীন রূপ পেয়েছে।
পুজোর থিম ‘বিজ্ঞাপন’ সম্পর্কে ব্যাখ্যা করে বলা হয়, সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে বিজ্ঞাপনের রূপ ও উপস্থাপনার বিস্তর পরিবর্তন হয়েছে। আগে বিজ্ঞাপন নিয়ে বিভিন্ন সংস্থা যেভাবে মানুষের কাছে উপস্থিত হতো, এখন আর সেভাবে হয় না।
বিজ্ঞাপনের উপস্থাপনার রূপ গেছে সম্পূর্ণ পাল্টে। আগেকার দিনের বিজ্ঞাপনকে এবার উত্তরীয় সর্বজনীন তুলে ধরেছেন তাদের মন্ডপে। ওদের পুজো খুবই ছোট। ওরা বলেন, ওদের পুজো হয়ে উঠতে পারে একটা বড়ো পুজোর ক্ষুদ্র সংস্করণ।