নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: বৃহস্পতিবার ৩,অক্টোবর :: মুর্শিদাবাদের ভরতপুরের তাল গ্রামের আরোজ শেখ খুবই দরিদ্র পরিবারের সন্তান। আরোজ কলকাতায় ব্যাগের কারখানায় কাজ করেন। বাবা-মা, স্ত্রী ও দুই সন্তান নিয়ে তার সংসার।
কিছুটা অভাবে আবার কিছুটা স্বভাবের কারনেও তিনি মাঝে মাঝেই ১০০/২০০ টাকার লটারির টিকিট কাটতেন। সেই ভাবেই একটি টিকির তাঁর জীবনকে আলোকিত করে তলো। হঠাৎ তার ভাগ্যে জুটে যায় এক কোটি টাকা।
আরোজ শেখের বাবা রহমত শেখ ছেলের এই পুরস্কারে খুবই খুশি। তিনি বলেন, পরিবারের সবাই আলোচনা করে সেই টাকার সৎ-ব্যবহার করা হবে। আরোজ নিজে বলেন, সেই টাকা দিয়ে বাড়ি-ঘর ঠিক করা, জমি-জমা কেনা ইত্যাদির পরিকল্পনা তো আছেই, তারপরে বাড়ির সবার সঙ্গে কথা বলে পারবর্তী সিদ্ধান্ত নেবেন। এই বিপুল অর্থ প্রাপ্তিতে পরিবারের সকলে খুবই উদ্বেলিত।