লক্ষ্য ২০২৬! সংগঠনের নীচু তলায় জোর দিতে সচেষ্ট তৃণমূল কংগ্রেস

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: বৃহস্পতিবার ৩,অক্টোবর :: লক্ষ্য ২০২৬ ! এখন থেকেই সংগঠনের নীচু তলায় জোর দিতে সচেষ্ট তৃণমূল কংগ্রেস।লোকসভার ফল প্রকাশের পরে গোটা রাজ্যের ব্লক ও টাউনের ফলাফল হাতে পেয়েছে তাঁরা। কে কতটা পারফরম্যান্স দিয়েছে তা ধরা পড়েছে রেজাল্টেই।

এমনকি শাসক দলের নেতার আচরণ কেমন তাও বুঝে নিয়েছে শাসক দল।এই অবস্থায় একেবারে নীচু তলায় শীঘ্রই বদল আসতে চলেছে বলে তৃণমূল সূত্রে খবর। ইতিমধ্যে এই বিষয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় ও সুব্রত বক্সী বৈঠক করেছেন বলে জানা যাচ্ছে।লোকসভার ফল অনুযায়ী শহরাঞ্চলে তৃণমূলের ফল তুলনামূলক খারাপ।

তাই এই অবস্থাকে প্রাধান্য দিয়েই সংগঠনের নীচু তলায় বদল আসবে বলে তৃণমূল সূত্রের খবর। জনভিত্তি কতটা? তা মেপে নিতে চাইছে তৃণমূল কংগ্রেস। আর সেই রিপোর্ট কার্ডের উপর ভিত্তি করেই মিলবে সাংগঠনিক দায়িত্ব।আগামী দেড় বছর পরেই রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে ব্লক স্তরকেই ঢেলে সাজাচ্ছে তৃণমূল কংগ্রেস।

আর সেখানেই জনপ্রতিনিধিদের থেকে পাওয়া রিপোর্টের পাশাপাশি ওই ব্লকের নেতার প্রকৃত জনভিত্তি কতটা, মানুষের সঙ্গে মেশার ক্ষমতা কেমন, তা দেখে নেওয়া হচ্ছে।

আসলে মানুষের সেই নেতা সম্পর্কে কতটা আস্থা রয়েছে, কতটা সেই নেতা কাজ করতে পারেন, মানুষের প্রতি সেই নেতার ব্যবহার কেমন, তার সবটাই গুরুত্ব সহকারে দেখে নিতে চায় শাসক দল।তাই ব্লক স্তরে নতুন কমিটি গড়ে তোলার আগে চলছে একাধিক বার ঝাড়াই-বাছাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 + eight =