সাঁতরাগাছি কল্পতরু স্পোর্টিং ক্লাবের পুজোর থিম – অনেক প্রশ্ন সামনে নিয়ে আসলো

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাওড়া :: বৃহস্পতিবার ৩,অক্টোবর :: গত কয়েক বছর ধরেই চলেছে থিমের পুজোর প্রতিযোগিতা। ‘থিম’ মানেই সমকালীন কোনো একটা জ্বলন্ত সমস্যাকে সামনে তুলে ধরা। আর এ বছর বাংলার পুজোর আকাশে ভেসে বেড়াচ্ছে দুঃখের কালো চাদর। সেই পরিস্থিতিতে সাঁতরাগাছি কল্পতরু স্পোর্টিং ক্লাব তাদের পুজোর থিমে আনলো অভয়া প্রসঙ্গ।

প্যান্ডেলে ঢোকার মুহূর্তে আপনি দেখতে পাবেন ২০ ফুট লম্বা একটি প্রতীকী মেরুদন্ড – যা বর্তমান আন্দোলনের কথা বারবার মনে করিয়ে দেয়। মনে করিয়ে দেয় জুনিয়র চিকিৎসকেরা এমনই এক মেরুদন্ড উপহার দিয়েছিলেন সিপি কে। পুজো কমিটির পক্ষ থেকে জানানো হয়, এই মেরুদন্ড মানুষের মনুষ্যত্ব এবং বিবেকের প্রতীক হিসাবে ব্যবহৃত হয়েছে।

নিজের স্বপ্নকে বাস্তবায়িত করতে চেয়েছিল মেয়েটি। তাই গোটা মণ্ডপ জুড়ে স্বপ্নের মোটিফ হিসেবে মুখ বাঁধা ছোট ছোট থলি ব্যবহার করা হয়েছে। যে স্বপ্ন প্রতিদিন বাস্তবতার আঘাতে টুকরো টুকরো হয়ে যায়। একই সঙ্গে মণ্ডপে মুখ বাঁধা ছোট ছোট থলির পেছনে কাঁকড়াকে মোটিফ হিসাবে দেখানো হয়েছে। যা আদতে মানুষের মনুষ্যত্ব বিকাশের পথে পরিপন্থী।

যা মানুষকে পেছন থেকে টেনে ধরে। সমাজে অন্যায় ঘটতে দেখেও অনেকে নির্বিকার থাকেন। সেই সব মানুষের নির্লিপ্ততা বোঝাতে ছোট ছোট মূর্তির চোখে কালো কাপড় ব্যবহার করা হয়েছে। সবটা মিলিয়ে তিলোত্তমা কাণ্ডের প্রতিবাদ যেন সর্বত্র মূর্ত হয়ে উঠেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen − eight =