সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: বৃহস্পতিবার ৩,অক্টোবর :: শিলিগুড়ি প্রধান নগরের নবাঙ্কুর সংঘে বাঁশ দিয়ে তৈরি হচ্ছে পুজোর মণ্ডপ। প্রতিবছর নবাঙ্কুর সংঘ দুর্গাপুজোর মণ্ডপের নজর কাড়ে । এবারে তারা বাঁশ দিয়ে তৈরি করছে পুজোর মন্ডপ।
জোর কদমে প্রস্তুতি চলছে, হাতে মাত্র গোনা কয়েকদিন সেই জন্য কারিগররা দিনরাত কাজ করে চলেছেন। এবারে তাদের পুজোর থিম বাঁধন। শিলিগুড়ি প্রধান নগরের নবাঙ্কুর সংঘের পুজো এবারে ৫০ তম বর্ষে পদার্পণ করলো । উদ্যোক্তারা আশা রাখছেন এবারে তাদের পূজো মণ্ডপ দর্শনার্থীদের নজর কাড়বে ।