কোচবিহার এম জে এন মেডিক্যাল কলেজ হাসপাতালে নিরাপত্তা ব্যবস্থার কাজ খতিয়ে দেখলেন কোচবিহার সদর মহকুমা শাসক কুন্তল ব্যানার্জি ।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কোচবিহার :: শুক্রবার ৪,অক্টোবর :: কোচবিহার এম জে এন মেডিক্যাল কলেজ হাসপাতালে নিরাপত্তা ব্যবস্থার কাজ খতিয়ে দেখলেন কোচবিহার সদর মহকুমা শাসক কুন্তল ব্যানার্জি । মহাকুমা শাসক কোচবিহার জেলা পুলিশের ডি এস পি হেডকোয়ার্টার চন্দন দাস ও এম জে এন মেডিকেল কলেজ ও হাসপাতালের এম এস ভি পি সৌরদীপ রায় কে সাথে নিয়ে হাসপাতাল ঘুরে দেখেন।

নিরাপত্তা বিষয়ক কাজ কতদূর এগুলো সেই সমস্ত বিষয়ে খোঁজ-খবর নেন । মূলত আর জি করের ঘটনার পর কোচবিহার এম জে এন মেডিকেল কলেজ ও হাসপাতালে নিরাপত্তা ব্যবস্থার উপরে জোর দেওয়া হয়েছে । বর্তমান হাসপাতালে ৯৭ টি সিসি টিভি ক্যামেরা রয়েছে । আরো প্রায় ২০০ টির মত সিসিটিভি ক্যামেরা লাগানো হবে ।

ইতিমধ্যে যার কাজও চলছে । এছাড়াও সিসিটিভি গুলো মনিটারিং এর জন্য মনিটরিং রুম তৈরি করা হচ্ছে। যেখানে পুলিশের পাশাপাশি হাসপাতালের একজন ২৪ ঘন্টা শিফটিং ডিউটিতে থাকবে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nine − four =