নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ব্যুরো নিউজ :: শুক্রবার ৪,অক্টোবর :: চার তলা থেকে ঝাঁপ দিলেন মহারাষ্ট্রের ডেপুটি স্পিকার নরহরি জিরওয়াল । ভবনের চারপাশে জাল থাকার কারণে অল্পের জন্য প্রাণে বাঁচলেন তিনি। গোটা ঘটনায় রীতিমত শোরগোল পড়ে গেছে।
জানা গেছে, মহারাষ্ট্রের ধাঙড় গোষ্ঠীকে তপশিলি জনজাতিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। এরই বিরোধিতা করে শুক্রবার সচিবালয়ের সামনে তুমুল বিক্ষোভ শুরু হয়। শ্লোগান দিতে দিতে আচমকাই ঝাঁপ দেন ডেপুটি স্পিকার নরহরি জিরওয়াল এবং আরও দুই আদিবাসী বিধায়কও।
প্রাথমিক ভাবে জানা গিয়েছে, প্রতিবাদের অঙ্গ হিসাবেই তাঁরা ঝাঁপ দিয়েছেন। তবে তিন জনেই জালে আটকে যান। কারও তেমন আঘাত লাগেনি বলে জানা গিয়েছে। এদিন মারাঠা সংরক্ষণ নিয়ে আলোচনা হচ্ছিল মহারাষ্ট্র মন্ত্রালয়ে।
দ্য প্রভিশনস অব পঞ্চায়েত-র অধীনে উপজাতিদের নিয়োগ স্থগিত করে দেওয়া এবং ধাঙ্গার জনগোষ্ঠীকে উপজাতি (শিডিউল ট্রাইব)-র স্বীকৃতি না দেওয়ার বিরোধিতা করেই বিক্ষোভ দেখাচ্ছিলেন অজিত পাওয়ার গোষ্ঠীর বিধায়করা। হঠাৎই ডেপুটি স্পিকার নরহরি জিরওয়াল ঝাঁপ দেন বিল্ডিংয়ের চার তলা থেকে।