নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: শনিবার ৫,অক্টোবর :: জামালপুরে – কারখানার গেট বন্ধ করে বিক্ষোভ দেখায় শনিবার শ্রমিকরা।কাজ না করার হুমকি শ্রমিকদের, পূর্ব বর্ধমান জেলার জামালপুর থানার অন্তর্গত আঝাপুর জাতীয় সড়ক ১৯ লাগোয়া বেঙ্গল আয়রন কর্পোরেশন কারখানায়।
এই কারখানার লোহার কাস্টিং জাতীয় কাজ হয়, তবুও সাধারণ সেফটি টুকু নেই এমনই অভিযোগ শ্রমিকদের।
আরো অভিযোগ আর হাতে গোনা কয়েকটা দিন তার পরই বাঙালির সব থেকে বড় উৎসব দূর্গা পূজা কিন্তু আজ ৫ তারিখ হয়ে গেলেও এখনো পর্যন্ত বেতন বা বোনাস কোনোটাই ঢোকেনি। এ ছাড়াও তারা সারা বছর কাজ করে এক থেকে দেড়শ টাকার মধ্যে বোনাস পান।
ডিউটির ক্ষেত্রে ঘন্টায় যে টাকা হওয়া উচিত তার অর্ধেক টাকা পান। এইরকমই বিভিন্ন দাবি-দাওয়াকে সামনে রেখে কারখানার গেট বন্ধ করে বিক্ষোভে ফেটে পড়েছেন শ্রমিকেরা। যদিও এই বিষয়ে মালিকপক্ষ বা কারখানার ম্যানেজার না থাকায় তাদের কোন বক্তব্য পাওয়া যায়নি।