বাঁকুড়ার ঢাকের তালে বোল তুলে ওরা পুজোর কদিন মাতাবে বাংলা

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বাঁকুড়া :: শনিবার ৫,অক্টোবর :: বর্তমানে যে কোনও উৎসবের অঙ্গ হয়ে দাঁড়িয়েছে ঢাকিদের সমবেত ঢাকবাদ্য। ঢাক বাজিয়ে দু’-পয়সার মুখ দেখছেন, ভিনরাজ্য থেকেও ঢাকিদের দল ডাক পাচ্ছেন। আর কয়েকটা দিন পর বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো ,

বাঁকুড়া জেলার সালানপুরের প্রত্যন্ত গ্রামের ঢাকিদের দম ফেলার ফুরসত নেই এখন । সকাল থেকেই চলছে এক সঙ্গে চলছে তালিম, অনুশীলন। কাঁসিতে তাল ঠুকছে ছোটরাও । কেউ কেউ বড়দের সাথে সাথে ঢাকে বোল তুলছে তারাও যাবে বিভিন্ন পূজো মন্ডপে।

আশ্বিনের মাঝামাঝি দুর্গাপুজো থেকে একেবারে কালীপুজো পর্যন্ত টানা বায়না প্রায় সমস্ত ঢাকির।

২০থেকে২৫টি পরিবারের বাস ওই পাড়ায় । প্রায় প্রত্যেকেই অত্যন্ত গরিব। অনেকেই বছরের বাকি সময়টা বিভিন্ন কাজ করে দিন গুজরান করেন। পুজোর সময়ে এঁরা কিছু বাড়তি টাকা আয় করবেন বলে নিজেদের পরিবার ছেড়ে বাংলার প্রত্যন্ত গ্রাম থেকে জেলা ছাড়িয়ে ভিন জেলায় ঢাক বাজাতে চলে যান ।

গত বছর পুজোর থেকে এবার ভালো বায়না রয়েছে খুশি ঢাকিরাও । শুধু উৎসবে নয়, যে কোনও শোভাযাত্রা, ভোট পরব, সবেতেই এখন তাঁদের প্রচুর চাহিদা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 − 3 =