বারাসাতে পূজো উদ্বোধনে খাদ্য মন্ত্রী রথীন ঘোষ।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বারাসাত :: শনিবার ৫,অক্টোবর :: আন্দোলনকারী ডাক্তারদের কর্মক্ষেত্রে ফেরাকে সাধুবাদ জানিয়ে পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য ও সরবরাহ দফতরের ভারপ্রাপ্ত মন্ত্রী রথীন ঘোষ জানালেন, প্রত্যেকেই তাদের একটা বিশ্বাস থেকে আন্দোলন করছেন। বিক্ষিপ্ত ঘটনা আছে আন্দোলন হবে।

পূজো কয়েক দিনের জন্য। আন্দোলনের সুযোগ সকলেই পাবেন। তবে বাঙালির শ্রেষ্ঠ উৎসবে সামিল হওয়ার আহবান রইল সবার কাছে। বছরে একবার শারদোৎসব হয়। বহু মানুষের রুজি রোজগার এর সাথে যুক্ত। গত বছর ৪৩ কোটি টাকার ব্যবসা হয়েছে। আমাদের দু:খ থাকলেও বুকের ভেতর রেখে পুজোয় অংশ গ্রহণ করি।

উত্তর চব্বিশ পরগনার বারাসাতে বনমালি পুর মৈত্রী সংঘের পূজোর উদ্বোধনে এসে এমনটাই বললেন খাদ্য মন্ত্রী। মৈত্রী সংঘের এ বছরের পূজোর থিম “বিশ্বরূপ দর্শন”। ভগবান শ্রীকৃষ্ণ মা যশোদা কে , সে যে মাখন চোর নয়, প্রমাণ করতে বিশ্বরূপ দর্শন করিয়েছিলেন। সেই ঘটনাকে নিখুঁত ভাবে উদ্যোক্তারা মন্ডপে ফুটিয়ে তুলেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one + sixteen =