বালুরঘাটের অন্যতম জনপ্রিয় দুর্গাপূজো কমিটি হিসাবে অভিযাত্রী ক্লাব এবার তাদের ৬০তম বর্ষে পা দিয়েছে।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বালুরঘাট :: রবিবার ৬,অক্টোবর :: দক্ষিণ দিনাজপুরে বালুরঘাটের অন্যতম জনপ্রিয় দুর্গাপূজো কমিটি হিসাবে অভিযাত্রী ক্লাব এবার তাদের ৬০তম বর্ষে পা দিয়েছে। বিশেষ এই বর্ষপূর্তি উপলক্ষে পুজোর থিমে তুলে ধরা হয়েছে পরিবেশ রক্ষার বার্তা।

‘প্রকৃতি বাঁচাও, জীবন বাঁচাও’—এই মূল ভাবনাকে কেন্দ্র করে গোটা মণ্ডপটি সাজানো হয়েছে পরিবেশ-বান্ধব উপকরণ সামগ্রী দিয়ে।

এবারের প্রতিমা নির্মাণের দায়িত্বে রয়েছেন নবদ্বীপের খ্যাতনামা মৃৎশিল্পী বাসুদেব পাল। মাটির প্রতিমায় কুমারটুলির শৈল্পিকতার ছোঁয়া থাকলেও, সেটিকে নতুন আঙ্গিকে তুলে ধরা হয়েছে সবুজায়নের বার্তা সহ। পূজোর শেষে বিসর্জনের শোভাযাত্রাতেও থাকছে চমকপ্রদ আয়োজন—বিশেষ আলোকসজ্জা ও পরিবেশ সচেতনতার বিভিন্ন প্রদর্শনী, যা এবারের অন্যতম আকর্ষণ হতে চলেছে।

অভিযাত্রী ক্লাবের এই অভিনব উদ্যোগ শুধু পূজোর আনন্দকেই বাড়িয়ে তুলছে না, পাশাপাশি সমাজে পরিবেশ সচেতনতার গুরুত্বও তুলে ধরছে, যা সকলের নজর কাড়বে এবারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 − five =