দাস পরিবারের কুলদেবতার মন্দিরে মা সিংহ বাহিনী দুর্গা অধিষ্ঠিত।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ   ::সারদা :: সোমবার ৭,অক্টোবর :: প্রায় ৩০০ বছর আগের কথা, তৎকালীন জমিদার হরিচরণ দাসের সময়কালে, বসতি বাড়ানোর উদ্দেশ্যে সারদা গ্রামের  দাস বাড়ির পূর্বাপুরুষ কে জমি দান করেন জমিদার মশাই।

এরপর সেই সময় কালে পরিবারের সদস্য নন্দদুলাল দাস মায়ের স্বপ্নাদেশে খড়ের আটচালায় পুজো সুরু করেন।ঘট,পট থেকে পরিবর্তিত হয়ে মা দুর্গা এখন পূজিত হন মাটির প্রতিমায়।

দাস পরিবারের কুল দেবতার মন্দিরে মা সিংহ বাহিনী দুর্গা অধিষ্ঠিত।দেবীর নির্দেশে বহু বছর ধরে মহাসমারোহে ঘট,পটচিত্রের পূজো হতো। যা এখনো বিষ্ণু সিংহ বাহিনী দূর্গা নামে পরিচিত। বহু বছর পর সেই প্রথায় এসেছে এখন পরিবর্তন।

বৈষ্ণব মতে পুজো হওয়ার কারণে পশু বলি প্রথা প্রথম থেকেই নেই।তবে আখ চাল কুমড়ো বলি এখনও হয়ে থাকে। দাস পরিবারে হোম যজ্ঞ নিয়ে রয়েছে অনেক চমক। আগে পুজোয় পাঁচ দিন ধরে আশপাশের প্রায় পাঁচটি গ্রামের মানুষ প্রসাদ পেতেন।

এখন সময় বদলেছে, বদলেছে রীতিও ,এখন একদিনই গোটা গ্রামের মানুষকেই খাওয়ানো হয় প্রসাদ। বর্তমানে পরিবারের সদস্য সংখ্যা প্রায় ২০০, কর্মসূত্রে এদিক ওদিক ছড়িয়ে থাকলেও পুজোর সময় তারা বাড়িছাড়া অন্য কোথাও থাকতে চান না। কচি কাঁচা মহিলারা সবাই মিলে আনন্দ উৎসবে মেতে ওঠেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 + 5 =