নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কৃষ্ণনগর :: সোমবার ৭,অক্টোবর :: কৃষ্ণনগর রাজবাড়িতে প্রতিপদ থেকে আগমনী যজ্ঞ দিয়ে শুরু হয় দুর্গাপুজোর প্রস্তুতি। প্রায় ৯ দিন এই হোম যজ্ঞ কুণ্ডুলি জ্বলবে। রাজ বাড়ির নাট মন্দিরে প্রতিমা পাটে উঠবে বোধন এর আগে।
রাজবাড়ীর রাজা কৃষ্ণচন্দ্র রায় এর বর্তমান উত্তরসূরি যাকে রাজমাতা বা রানিমা বলে ডাকেন কৃষ্ণনগরবাসী,অমৃতা রায়,জানালেন পৃথিবী আজ বড়ই অশান্ত।
শান্তির জন্য নদীয়া বাসীর কল্যাণের জন্য আজ থেকে হোম যজ্ঞ শুরু হয়।এবারে একদিন কম পুজো, অষ্টমী নবমী একদিনে।নিয়ম রীতি মেনেই কৃষ্ণনগর রাজবাড়ীতে পুজো হয়ে আসছে।কালের নিয়মে,এখন আর কামান দাগা হয় না, নীলকন্ঠ পাখি ওড়ানো হয় না,পশুবলি প্রথাও আর নেই।
কালের নিয়মে বেশ কিছু নিয়ম-কানুন ও পরিবর্তন হয়েছে কৃষ্ণনগর রাজ বাড়ির রাজরাজেশ্বরী পুজোর। পুজোতে সিঁদুর খেলা পর্যন্ত কৃষ্ণনগর রাজবাড়িতে ঐতিহ্য ভরপুর।জানালেন রাজবাড়ীর রানী মা অমৃতা রায়।