মহিলাদের সুরক্ষার জন্য বিশেষ উদ্যোগ মালদা জেলা পুলিশের।

কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদহ :: সোমবার ৭,অক্টোবর :: মহিলাদের সুরক্ষার জন্য বিশেষ উদ্যোগ মালদা জেলা পুলিশের। পুজোর প্রাক মুহূর্তে মালদা জেলা পুলিশের পক্ষ থেকে চালু করা হলো পিংক পুলিশ পেট্রোল। শুধুমাত্র মহিলা পুলিশ কর্মীরাই পেট্রোলিং-এ থাকবেন। দুটি গাড়ি উদ্বোধন করা হয় জেলা পুলিশের পক্ষ থেকে।

এদিনের এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাশাসক নীতিন সিংহানিয়া, জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব, অতিরিক্ত জেলা পুলিশ সুপার (হেড কোয়ার্টার)সম্ভব জৈন, অতিরিক্ত জেলা পুলিশ সুপার ( গ্রামীণ) আবু বাক্কার সহ জেলা পুলিশের অন্যান্য কর্তারা। এদিন মোট দুটি গাড়ির উদ্বোধন করা হয়।

মহিলা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে কোথাও কোনো অভিযোগ হলে পিংক পেট্রোল টিম দ্রুত সেখানে পৌঁছাবে। মূলত ইভটিজিং, কেপমারি এছাড়াও মহিলা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে কোথাও কোনো অভিযোগ হলে এই দলের মহিলা সদস্যরা দ্রুত সেখানে পৌঁছাবে। কোথাও কোন মহিলা সমস্যায় পড়লে ১০০ নম্বর ডায়াল করলে দ্রুত সেখানে পিঙ্ক পেট্রোলিং পৌঁছে যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × four =