নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ময়ূরেশ্বর :: বুধবার ৯,অক্টোবর :: বীরভূমের ময়ূরেশ্বরের কুণ্ডলা গ্রামের জমিদার বাড়ির পুজো প্রায় ৪০০ বছরের পুরনো। এই পুজোর বিশেষ মাহাত্ম্য হলো মহাষ্টমীর সন্ধি পূজায় গান ফায়ার।
প্রায় চল্লিশ বছর ধরে পূজা কমিটির দায়িত্বে থাকা গৌতম মুখার্জী জানান মহাষ্টমীর সন্ধি পূজার সময়ে পুরোনো দিনের রীতি মেনে প্রতি বছর আমরা এই গান ফায়ার করে থাকি, এটা আমাদের পূর্বপুষেরাও করে থাকতেন। সেই থেকে এখনো গান ফায়ার প্রচলন আছে। প্রতিবছর ১ রাউন্ড করে গুলি শুন্যে ফায়ার করে মহাষ্টমীর সন্ধি পুজোর সূচনা হয় বলে জানান গৌতম বাবু।
তিনি আরো জানান এই গান ফায়ার দেখতে এলাকা বাসি সহ দূরদুরন্ত থেকে অনেক মানুষের সমাগম ঘটে।এই কুন্ডলা গ্রামে জমিদারদের উত্তরসূরীরা কাজের জন্য বাইরে চলে গেলেও এখনো বেশ কিছু পরিবার বসবাস করেন এই কুণ্ডলা।
তবে তারা বাইরে চলে গেলেও পুজোর সময় তারা সকলে মিলিত হন এই গ্রামে। জমিদারদের পূর্বপুরুষেরা না থাকলেও রয়ে গেছে তাদের পুরনো দালান বাড়ি। তবে বেশির ভাগ বাড়িই আজ ভগ্নপ্রায়। জমিদারদের পুরোনো দিনের সেই বাড়ি দেখতে অনেকেই আসেন এই কুণ্ডলা গ্রামে।