জঙ্গলমহলের আদিবাসী সংস্কৃতি ও শিল্প কে পুজো প্যান্ডেলে তুলে ধরেছে মধ্য কেন্দুয়াডিহি সর্বজনীন দুর্গোৎসব

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কেন্দুয়াডিহি :: বুধবার ৯,অক্টোবর :: জঙ্গলমহলের আদিবাসী সংস্কৃতি ও শিল্প কে পুজো প্যান্ডেলে তুলে ধরেছে মধ্য কেন্দুয়াডিহি সর্বজনীন দুর্গোৎসব। ৯২তম বছরে এবারের থিম ‘ধামসা মাদলের দেশে, মা আসছেন আপন বেশে’। ধামসা, মাদল, মুখোশ , পাট, চট, দড়ি সহ পরিবেশ বান্ধব উপকরণ দিয়ে মন্ডপ সুসজ্জিত করা হচ্ছে।

বর্তমানে ডিজিটাল যুগে আদিবাসী সংস্কৃতি লোক সংস্কৃতি অনেটাই হারিয়ে যেতে বসেছে সেই প্রাচীন সংস্কৃতি যাতে হারিয়ে না যায় তার ঐতিহ্য ও গরিমা যাতে বজায় থাকে সেই ভাবনা থেকেই এই থিম তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন পুজোর সম্পাদক রাজীব মাল। পুজোর বাজেট ২৩ লক্ষ টাকা। মাটির সাজে সাজানো হয়েছে প্রতিমা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 + eighteen =