নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: গড়বেতা :: শুক্রবার ১১,অক্টোবর :: নতুন হয়েছে জলের কল। খাওয়া যাচ্ছে না সে কলের জল বাজে নোংরা জল উঠছে কলে। ঠিকাদারি সংস্থা অর্ধেক টাকারও কাজ না করে বাকি টাকা আত্মসাৎ করেছে বলে অভিযোগ। পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের বড় ডাবচা গ্রামে।
ভালো লেয়ারে কলটি না করে তড়িঘড়ি পুজোর মুখে বিল তোলার কারণেই এমনটা করা হয়েছে বলে অভিযোগ করছেন গ্রামবাসীরা। পানীয় জলের অনুপযোগী এই কলটি দ্রুত ঠিক করারও আর্জি গ্রামবাসীদের।
ঠিকাদারি সংস্থার স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধানের ঘনিষ্ট হওয়ায় এই দুর্নীতির মূল কান্ডারী যে স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান অনেকে ইঙ্গিত করছেন সেই দিকেও।
জলের সমস্যা, এই গ্রামে বহুদিনের। কিন্তু জলের সমস্যা মিটে যাবে এই স্বপ্ন দেখিয়েও পুজোর মুখে জল না খেতে পেয়ে ক্ষোভের মুখে পুরো গ্রাম। ঘটনাটিতে মুখে কুলুপ প্রশাসন থেকে শাসকদলের।