করমণ্ডলের স্মৃতি ফিরিয়ে মালগাড়ির পিছনে ধাক্কা বাগমতী এক্সপ্রেসের! দুটি কামরায় আগুন, বড় ক্ষয়ক্ষতির আশঙ্কা

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: তামিলনাড়ু :: শনিবার ১২,অক্টোবর :: করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনার স্মৃতি ফিরিয়ে ফের দাঁড়িয়ে থাকা মালগাড়ির পিছনে ধাক্কা মারল এক্সপ্রেস ট্রেন৷ শুক্রবার রাতে এমনই ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ল মাইসুরু থেকে দ্বারভাঙাগামী বাগমতী এক্সপ্রেস ৷

প্রাথমিক পাওয়া খবরে জানা গিয়েছে, লুপ লাইনে দাঁড়িয়ে থাকা একটি মালগাড়ির পিছনে গিয়ে সজোরে ধাক্কা মারে ওই এক্সপ্রেস ট্রেনটি৷ চেন্নাই থেকে কিছুটা দূরে কাভারাইপেট্টাই স্টেশনের কাছে এই দুর্ঘটনা ঘটে৷ দুর্ঘটনার অভিঘাতে ট্রেনটির দুটি কামরায় আগুন ধরে যায়৷ বেলাইন হয় মোট ছটি কামরা৷ যদিও ক্ষয়ক্ষতির পরিমাণ কতটা, তা এখনও স্পষ্ট নয়৷

দুর্ঘটনাস্থলে অ্যাম্বুল্যান্স, NDRF, SDRF মোতায়েন করা হয়েছে। উদ্ধারকাজে নেমেছে সকলে। বহু হতাহতের আশঙ্কা রয়েছে।
উৎসবের মরশুমে এমন দুর্ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়েছে যাত্রীদের মধ্যে। সকলে নিরাপত্তা নিয়ে চিন্তিত। তবে কেন এমনটা ঘটল, তা নিয়ে প্রশ্ন উঠছে। সিগন্যাল সমস্যা নাকি বাগমতী এক্সপ্রেসের অতিরিক্ত গতির ফলে এত বড় দুর্ঘটনা? খতিয়ে দেখছেন রেলের আধিকারিকরা। দুর্ঘটনার জেরে ওই রুটে সাময়িকভাবে ট্রেন চলাচল ব্যাহত হয় বলে খবর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen − four =