মানুষের জীবন বাঁচাতে যে যান সবার আগে দায়িত্ব নিয়ে রোগীকে হাসপাতালে পৌঁছে দেয়, সেই যানের সাইলেনসারের পাইপ চুরি

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি   :: রবিবার ১৩,অক্টোবর :: আ্যাম্বুলেন্সের সাইলেনসারের পাইপ চুরি করে নিয়ে পালালো চোর। আর এই চুরির ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়ালো ধোলাবাড়ি এলাকায়। সম্প্রতি ঘটনাটি ঘটেছে, মুষলধারে বৃষ্টির ফলে ভারত সরকার দ্বারা পদ্মশ্রী পুরস্কৃত প্রাপ্ত করিমুল হকের বাড়ির সামনে রাখা ইকো অ্যাম্বুলেন্সের সাইলেনসার চুরি হয়ে যায়।

যে এম্বুলেন্স প্রতিটা মুহূর্তে রোগীদের প্রাণ বাঁচাতে ক্রান্তি ব্লকের বিভিন্ন জায়গায় পরিষেবা দেয়, সেই অ্যাম্বুলেন্সের সাঈলেন্সার পাইপ চুরি হওয়ায় গভীর চিন্তায় করিমুল হক। এ বিষয়ে তিনি জানান, বিষয়টি লিখিত আকারে ক্রান্তি প্রশাসনকে জানাবো এবং আমি অনুরোধ করব প্রশাসন যেন এই বিষয়ে কঠোর ব্যবস্থা গ্রহণ করে

কারণ বিভিন্ন জায়গায় এরকম ঘটনা প্রতিনিয়ত ঘটছে। তিনি আরো জানান মারুতি সুজুকি ইকো এম্বুলেন্সের সাইলন্সার পাইপের বাজার মূল্য প্রায় এক লক্ষাধিক টাকার বেশি তাই হয়তো গাড়ির সাইলেন্সার পাইপ চুরি করে নিয়ে গেছে। এখন দেখার বিষয়, কারা এই ঘটনাটি ঘটিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 − two =