তৃনমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের বাড়ির বিসর্জন

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বারাসাত :: সোমবার ১৪,অক্টোবর :: এ বছরের বিজয়া অন্যান্য বছরের থেকে অনেকটাই আলাদা। বিসর্জনের বাদ্যি কোথাও বর্তমান পরিস্থিতির নিরিখে অশ্রুসজল। কোথাও উৎসবের বাতাবরণে প্রাণচন্চল। এমনই দৃশ্য দেখা গেল উত্তর চব্বিশ পরগনার বারাসাত ও মধ্যমগ্রামের দুই প্রান্তে।

বারাসতের সাংসদ ডা: কাকলি ঘোষ দস্তিদারের বাড়ির পূজোয় বিদায় বেলায় মা দুর্গাকে তিনি পান সুপারি দিয়ে বরণ করলেন। সিঁদুর খেললেন পরিবারের সদস্য ও প্রিয়জনদের সঙ্গে। হাজার ব্যস্ততার মাঝেও বিসর্জনের শোভা যাত্রায় অংশ গ্রহণ করলেন। সাংসদের সক্রিয় উপস্থিতিতে স্থানীয় পুকুরে বিসর্জন সম্পন্ন হল।

অপর দিকে লোকসভা নির্বাচনে কাকলি ঘোষ দস্তিদারের বিরুদ্ধে প্রতিদ্বন্ধী ফরওয়ার্ড ব্লক প্রার্থী সঞ্জীব চট্টোপাধ্যায়ের বাড়ির পূজো অনাড়ম্বর ভাবেই সমাপ্ত হল। না জ্বলল আলো,না বাজল ঢাক। সাদা মাটা ভাবেই নিয়ম রক্ষার বিসর্জনে আওয়াজ উঠল, “উই ওয়ান্ট জাস্টিস” । বিচারের দাবী নিয়ে ধীরে ধীরে নি:শব্দে নীরবে এগিয়ে চলল শতাব্দী প্রাচীন চাটুজ্যে বাড়ির দুর্গা পুজোর শোকযাত্রা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × five =